আমাদের সাথে যোগাযোগ করুন

দৈনন্দিন

জেনে নিন প্রাথমিক পর্যায়ের মাথাব্যথার ধরন

মাথাব্যথার স্থায়িত্ব, প্রকৃতি, আনুষঙ্গিক অন্যান্য উপসর্গের উপস্থিতি এবং অন্তর্নিহিত কারণের উপর ভিত্তি করে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন- প্রাথমিক বা প্রাইমারি পর্যায়ের মাথাব্যথা এবং সেকেন্ডারি পর্যায়ের মাথাব্যথা। মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক, অক্সিপিটাল নিউরালজিয়া ইত্যাদি হলো প্রাথমিক পর্যায়ের মাথাব্যথা।

টেনশন টাইপ হেডেক: এটি এক ধরনের প্রাথমিক পর্যায়ের মাথাব্যথা। মাথাব্যথায় আক্রান্ত মোট রোগীর প্রায় ৭০% এ ধরনের ব্যথায় ভোগেন। নাম থেকেই বোঝা যাচ্ছে, এ মাথাব্যথার মূল কারণ হলো মানসিক চাপ, বিষণ্নতা, দুশ্চিন্তা বা যেকোনো মানসিক সমস্যা থেকে উদ্ভুত মাথার মাংসপেশীর সংকোচন। তবে প্রত্যেক মানুষেরই যে মানসিক চাপ হলে মাথাব্যথা হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়।

এটি যেমন বংশগতিতত্ত্ব এবং ব্যক্তির উপর নির্ভর করে, তেমনই চাপের ধরন, চাপ সহ্য করার ক্ষমতা এবং স্ট্রেসের প্রতি ব্যক্তির দৃষ্টিকোণের ওপরও নির্ভর করে। স্ট্রেসের ফলে নিউরোট্রান্সমিটারের পরিবর্তন, শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন, শরীরে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, রক্তনালীর প্রসারণ প্রভৃতি সম্মিলিতভাবে টেনশন হেডেকের জন্য দায়ী বলে মনে করা হয়।

অধিকাংশ ক্ষেত্রেই ১৩-১৯ বছর বয়সে প্রথম টেনশন হেডেক শুরু হতে দেখা যায়; তবে ৩০-৩৯ বছর বয়সীদের মাঝে এ ধরনের মাথাব্যথার তীব্রতা সবচেয়ে বেশি। যদিও টেনশন টাইপ হেডেকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বয়স, জাতি, বর্ণ, অঞ্চল অনুযায়ী ভিন্নতা দেখা যায়। তবে প্রায় সব ক্ষেত্রে নারীদের মাঝে এ সমস্যার প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয়। এ ব্যথা অধিকাংশ সময়ই মাথার সামনে থেকে শুরু হয়ে পেছনে অনুভূত হয় এবং ধীরে ধীরে সম্পূর্ণ মাথায় ছড়িয়ে পড়ে।

অনেকের ক্ষেত্রে এ ব্যথা ঘাড়, গলা বা পিঠেও ছড়িয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত ব্যক্তি এ ব্যথাকে ‘ধরে থাকা ব্যথা’ কিংবা ‘ব্যান্ডের মত ব্যথা’ হিসাবে বর্ণনা করেন এবং সার্বক্ষণিক মাথা চেপে ধরে আছে, এমনটা অনুভূত হয়। টেনশন টাইপ হেডেক একটানাও হতে পারে, আবার মাঝে মাঝে থেমে পুনরায় শুরু হতে পারে। উল্লেখ্য, দিন বাড়ার সাথে সাথে অথবা স্ট্রেস বাড়ার সাথে সাথে মাথাব্যথার পরিমাণও বাড়তে থাকে। ব্যথা সাধারণত ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকে। তবে অনেকের ক্ষেত্রে কয়েকদিন পর্যন্তও থাকতে পারে।

সাধারণত মাইগ্রেনের মত টেনশন টাইপ হেডেকে মাথাব্যথার পাশাপাশি বমি বা আলো ভীতি থাকে না। এছাড়া মাইগ্রেনের মতো টেনশন হেডেকে ততটা তীব্র ব্যথাও হয় না। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ব্যথানাশক ওষুধ সেবন করে এ ধরনের মাথাব্যথা থেকে উপশম লাভ করা সম্ভব। তীব্র ও দীর্ঘস্থায়ী ক্ষেত্রে এনজিওলাইটিক ধরনের কিছু ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে।

মাইগ্রেন: টেনশন টাইপ হেডেক কিংবা ক্লাস্টার হেডেকের মতো এটিও প্রাথমিক পর্যায়ের এক ধরনের এপিসোডিক অথবা ক্রোনিক এবং পুনরাবৃত্তিমূলক মাথাব্যথার ধরন। মাইগ্রেন শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ‘হেমিক্রেনিয়া’ থেকে। যার অর্থ হলো মাথার একদিকে ব্যথা। তবে মাইগ্রেনে ব্যথা মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও অনেক সময় ব্যথা পুরো মাথায়ই ছড়িয়ে পড়তে পারে।

বর্তমানে বিশ্বের প্রায় ৭% বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথাব্যথায় ভোগেন। সাধারণত ২০-৩০ বছর বয়সে এ রোগ শুরু হয়ে থাকে। অনেকেরই ধারণা রয়েছে যে, মাইগ্রেন কেবল নারীদেরই হয়। কিন্তু প্রায় ৮ ভাগ পুরুষ ও ১৮ ভাগ নারী এ সমস্যায় ভুগে থাকেন। নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় এ ব্যথা আরও বাড়ে। কেবল বড়দেরই নয়, শিশুদেরও আক্রমণ করতে পারে মাইগ্রেন।

অনেকেই মনে করেন, মাইগ্রেন মানে শুধুই মাথাব্যথা। এটি ভুল ধারণা। মাইগ্রেনের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি হলো মাথাব্যথা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মাথাব্যথা ছাড়াও মাইগ্রেন আক্রমণ করতে পারে। তবে যা-ই হোক, মাইগ্রেনের প্রধান লক্ষণ কিন্তু মাথাব্যথা। যা মাথার একপাশ থেকে শুরু হয়ে সমস্ত মাথায় ছড়িয়ে পড়তে পারে।

পাশাপাশি চোখের পেছনে ব্যথার অনুভূতিও হতে পারে। মাথাব্যথা শুরু হলে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথাব্যথার সাথে বমিভাব বা বমি এবং চোখে ঝাপসা দেখাও যুক্ত হতে পারে। বিরক্তি, শব্দ ও আলো ভালো না লাগা, কাজে মনোযোগ নষ্ট হওয়া, অতিরিক্ত হাই তোলা, অতিরিক্ত তেষ্টা পাওয়া, ঘনঘন প্রস্রাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ মাথাব্যথার দু’একদিন আগেই শুরু হতে পারে।

মাথার ভেতরে রক্ত চলাচলের তারতম্যের কারণে মাইগ্রেন শুরু হয়। মস্তিষ্কের বহিরাবরণে বিদ্যমান ধমণীসমূহ মাথাব্যথার শুরুতে স্ফীত হয়ে যায়। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। ফলে প্রথমে মস্তিষ্কে রক্ত চলাচল কমে গিয়ে চোখে সব অন্ধকার মনে হয়। পরে আবার রক্ত চলাচল হঠাৎ বেড়ে গিয়ে প্রচণ্ড মাথাব্যথার অনুভূতি হয়। নিউরোভাস্কুলার এ অসুখে মাথাব্যথার জন্য সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারের অত্যধিক উপস্থিতি দায়ী।

মাইগ্রেনের কারণ সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হয়নি। এটি বংশগত বা অজ্ঞাত কারণে হতে পারে। আবার চকলেট, আঙুরের রস, কফি ও পনির জাতীয় খাবার বেশি খাওয়া, দুশ্চিন্তা, ব্যায়াম, অতিরিক্ত ভ্রমণ, অনিদ্রা, দীর্ঘদিন জন্মবিরতিকরণ ওষুধ সেবন, দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা, মোবাইলে কথা বলা ও কম্পিউটারে কাজ করা, অতি উজ্জ্বল আলো, শব্দ, গন্ধ ও বাতাসের চাপের তারতম্য প্রভৃতি মাইগ্রেনের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।

জীবনযাপনে কিছু নিয়ম-কানুন মেনে চললে মাইগ্রেনের তীব্রতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। বাঁধাকপি, মাশরুম, চেরি, খেজুর, ডুমুর, অরগান মিট, চিংড়ি, আদা-চা প্রভৃতি খাবার মাইগ্রেনের স্থিতি ও পুনরাবৃত্তি প্রতিরোধ করে। তিল, আটা, বিট প্রভৃতি ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ঢেঁকি ছাটা চালের ভাত, আলু, বার্লি প্রভৃতি ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, সবুজ কমলা, হলুদ রঙের শাক-সবজি ইত্যাদিও মাইগ্রেন প্রতিরোধক।

বেশি সময় ধরে টিভি, কম্পিউটার ব্যবহার না করা, উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশ এড়িয়ে চলা, তীব্র রোদ ও ঠান্ডা পরিহার করা, কম বা অতিরিক্ত আলোয় কোনো কাজ না করা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও পরিমিত ঘুম প্রভৃতি নিয়মতান্ত্রিক জীবনযাপন মাইগ্রেন প্রতিরোধ করতে পারে। মাথাব্যথা শুরু হয়ে গেলে বিশেষত বমি হলে প্রচুর পানি পান করা, ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা, বিশ্রাম করা ইত্যাদি মেনে চললে মাথাব্যথার তীব্রতা হ্রাস পায়।

পাশাপাশি মাইগ্রেনে ভুক্তভোগী ব্যক্তির চকলেট, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, পেঁয়াজ, টমেটো, সাদা রুটি, আপেল, কলা, চিনাবাদাম, চা, কফি, কোমলপানীয়, টক জাতীয় ফল, আইসক্রিম, পনিরে বিদ্যমান টাইরামিন প্রভৃতি পরিহার করে চলাই শ্রেয়। ব্যথার তীব্রতা বেশি হলে এবং বারবার আক্রমণ করলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ও মাইগ্রেন প্রতিরোধী ওষুধ সেবনের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপ পরিহার করার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

ক্লাস্টার মাথাব্যথা: মাইগ্রেনের চেয়ে এ ধরনের মাথাব্যথার ঘটনা তুলনামূলক কম। ক্লাস্টার মাথাব্যথা হঠাৎ করেই শুরু হয়, তবে আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধি পায়। ব্যথা একপাশে শুরু হয়ে অনেক সময় চোখের পেছনের দিকেও প্রবাহিত হয়ে তীব্র আকার ধারণ করে। এ সময় নাক, চোখ বা ব্যথার স্থান লাল বর্ণও ধারণ করতে পারে। পাশাপাশি চোখে তীব্র জ্বালাপোড়া, চোখ দিয়ে পানি পড়া, দৃষ্টিশক্তিতে সামান্য ব্যাঘাত ঘটা প্রভৃতি উপসর্গও উপস্থিত থাকতে পারে। তীব্র আলো, ঘ্রাণ বা গন্ধ এবং শব্দে এ ধরনের মাথাব্যথা বেড়ে যায়।

ক্লাস্টার মাথাব্যথা ১৫ মিনিট থেকে ৩ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং সাধারণত প্রতিদিন একই সময়ে ঘটে। এমনকি একই দিনে কয়েকবার এ ব্যথার আক্রমণ হতে পারে। এটি প্রাথমিক পর্যায়ের পুনরাবৃত্তিমূলক এক ধরনের তীব্র মাথাব্যথা হিসাবে প্রতিভাত হয়ে থাকে। এজন্যই একে ক্লাস্টার মাথাব্যথা হিসাবে অভিহিত করা হয়। নারীর চেয়ে মধ্যবয়সী পুরুষের মাঝে এ ধরনের মাথাব্যথার ঘটনা সবচেয়ে বেশি।

মাইগ্রেনের চিকিৎসা এবং ক্লাস্টার মাথাব্যথার চিকিৎসা একই। তবে তীব্র ব্যথা হলে আর্গোটামিন কিংবা ভেরাপামিল জাতীয় ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। শতকরা ৫০ ভাগের বেশি রোগী ফেস মাস্কের মাধ্যমে শ্বাসের সাথে ১০০% অক্সিজেন গ্রহণেও বেশ উপকার লাভ করেন। এ ছাড়া মদ্যপান ও ধূমপান ত্যাগ, সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস প্রভৃতি এ ধরনের মাথাব্যথা থেকে মুক্ত রাখতে সহায়তা করে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন

অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন

Leave a Reply

দৈনন্দিন

নিপাহ্‌ ভাইরাসঃ খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়

নিপাহ্‌ ভাইরাস খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়
নিপাহ্‌ ভাইরাস খেজুরের রস খাওয়ার আগে সতর্ক থাকতে যা করণীয়
খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়া।

শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায়। অনেকে গাছ থেকে খেজুরের কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন।

আবার অনেকে এই রস চুলায় ফুটিয়ে সিরাপ, পায়েস বা ক্ষীর বানিয়ে খান। এছাড়া রসের তৈরি ঝোলা গুড়, পাটালি গুড়, নলেন গুড়, ভেলি গুড়, বালুয়া গুড়, মিছরি গুড়সহ নানা ধরণের পিঠার বেশ সুখ্যাতি রয়েছে।

নিপাহ্‌ ভাইরাস আতঙ্ক

খেজুর আরব দেশের প্রচলিত ফল হলেও ওইসব দেশে খেজুর, মূলত ফল উৎপাদননির্ভর, যেখানে কিনা বাংলাদেশের খেজুর গাছ রস উৎপাদননির্ভর।

কৃষি তথ্য সার্ভিসের মতে, বাংলাদেশে সাধারণত কার্তিক থেকে মাঘ অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খেজুরের রস সংগ্রহ হয়ে থাকে।

দেশটির সবচেয়ে বেশি রস সংগ্রহ হয় যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল থেকে।

মূলত খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে, ডগার দিকের কাণ্ড চেঁছে তাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চোঙ বসিয়ে দেয়া হয়। চোঙের শেষ প্রান্তে ঝুলিয়ে দেয়া হয় একটি মাটির হাড়ি বা কলসি।

সেই চোঙ দিয়ে ফোঁটা ফোঁটা রস এসে জমা হতে থাকে মাটির হাড়ি বা কলসিতে। এভাবে একটি গাছ থেকে দৈনিক গড়ে পাঁচ থেকে ছয় লিটার রস সংগ্রহ করা যায় বলে কৃষি তথ্য সার্ভিস সূত্রে জানা গিয়েছে।

কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে নিপাহ্‌ ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

কই মাছে বাঁধাকপির ছেঁচকি – দা এগ্রো নিউজ

কই মাছে বাঁধাকপির ছেঁচকি
কই মাছে বাঁধাকপির ছেঁচকি

উপকরণ: বাঁধাকপির কুচি ৪ কাপ, কই মাছের টুকরো ৬টি, তেজপাতা ১টি, শুকনো মরিচ ২টি, মেথি অল্প পরিমাণ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ পরিমাণমতো, নারকেল কোরানো স্বল্প পরিমাণে, হলুদ পরিমাণমতো ও সরিষার তেল পরিমাণমতো।

প্রণালি: তেলে শুকনো মরিচ ও মেথি ফোড়ন দিতে হবে। ফোড়ন হয়ে এলে হালকা করে ভেজে উঠিয়ে রাখতে হবে। ওই তেলেই বাঁধাকপির কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর লবণ, মরিচ ও হলুদবাটা দিয়ে আরও কিছুক্ষণ বসাতে হবে। সেদ্ধ হয়ে এলে অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিতে হবে। পানি শুকিয়ে গেলে এবং মাছ সেদ্ধ হয়ে এলে অল্প পরিমাণ নারকেল কোরানো দিয়ে নামিয়ে ফেলতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

ধনেপাতা ও টমেটোয় শোল মাছ – দা এগ্রো নিউজ

ধনেপাতা ও টমেটোয় শোল মাছ
ধনেপাতা ও টমেটোয় শোল মাছ

উপকরণ: বড় শোল মাছ ৫০০ গ্রাম, টমেটো টুকরো আধা কাপ, সরিষার তেল ৩ টেবিল চামচ, টমেটোবাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা আধা কাপ, শুকনো মরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদ অনুসারে ও কাঁচা মরিচ ৭-৮টি (চেরা)।

প্রণালি: শোল মাছ লবণ, হলুদ ও সরিষার তেল মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। আর ওই তেলেই পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ বাদামি রং হলে রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। টমেটোবাটা দিতে হবে, কিছুক্ষণ কষানোর পর প্রয়োজনমতো গরম পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। ঝোল মাখা-মাখা হলে টমেটোর টুকরো আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে কাঁচা মরিচ দিতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

লাউ টাকি – দা এগ্রো নিউজ

লাউ-টাকি
লাউ-টাকি

উপকরণ: ছোট টুকরো করে কাটা টাকি মাছ ২ কাপ, ডুমো ডুমো করে কাটা লাউ ৪ কাপ, হলুদ সিকি চা-চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ ১ কাপ, ধনেপাতা কুচি পরিমাণমতো, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, আদাবাটা আধা চা-চামচ ও রাঁধুনি বাটা সিকি চা-চামচ।

প্রণালি: তেলে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর একে একে রসুনবাটা, আদাবাটা ও রাধুনি (গুঁড়া সজ) বাটা ও হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হলে লাউ দিতে হবে। লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। পানি ফুটে উঠলে আগে থেকে হালকা করে ভেজে রাখা টাকি মাছ দিতে হবে। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচের ফালি ও সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে।

সম্পূর্ণ খবরটি পড়ুন

দৈনন্দিন

বাঁধাকপির পাতায় চিংড়ি – দা এগ্রো নিউজ

বাঁধাকপির পাতায় চিংড়ি
বাঁধাকপির পাতায় চিংড়ি

উপকরণ: চিংড়ি মাছ ২০০ গ্রাম, সয়াবিন তেল পরিমাণমতো, বাঁধাকপি কুচি ১ কাপ, ক্যাপসিকাম কুচি ১ কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, ধনেপাতাবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া পরিমাণমতো, চিলি সস ২ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, বাঁধাকপির ভেতরের পাতা ৪টি, ভিনেগার ২ চা-চামচ, রসুন ১ চা-চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: বাঁধাকপির শক্ত অংশ ফেলে দিন। পাতার ভেতরের অংশ একটু ভাপিয়ে রাখুন। মাছ ধুয়ে ভিনেগার মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে তাতে রসুন কুচি দিয়ে মাছগুলো দিন। একে একে কোঁচানো বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজপাতা দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর কাঁচা মরিচবাটা, ধনেপাতাবাটা, চিলি সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। পানি শুকিয়ে এলে নামিয়ে বাঁধাকপির পাতায় অল্প করে চিংড়ি মাছ সুতা দিয়ে বেঁধে স্টিমারে ভাপিয়ে নিন। সুতো কেটে পাতা খুলে পরিবেশন করুন।

সম্পূর্ণ খবরটি পড়ুন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: শাইখ সিরাজ
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। দা এগ্রো নিউজ, ফিশ এক্সপার্ট লিমিটেডের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। ৫১/এ/৩ পশ্চিম রাজাবাজার, পান্থাপথ, ঢাকা -১২০৫
ফোন: ০১৭১২-৭৪২২১৭
ইমেইল: info@agronewstoday.com, theagronewsbd@gmail.com