আমাদের সাথে যোগাযোগ করুন

কৃষি দিবানিশি

কৈ মাছে মড়ক, শত শত চাষী সর্বস্বান্ত

কৈ মাছে মড়ক দেখা দেওয়ায় চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছেন দেশের শত শত খামারি। এই ক্ষতির জন্য তারা দায়ী করছেন হ্যাচারি, খাদ্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন পক্ষকে। এটি ব্যাকটেরিয়া না ভাইরাসজনিত রোগ তা ক্ষতিয়ে দেখার জন্য কাজ করছেন বিজ্ঞানীরা।

মাছ চাষীদের উত্থান-পতন যেন নিয়তির সাথে বাঁধা। এক মাছে এক বছরে বাণিজ্যিক সাফল্য আসে; তো আরেক মাছ অন্য বছরে গিয়ে করে দেয় সর্বশান্ত। ময়মনসিংহ এলাকায় দুয়েক বছর আগে শিং মাছে মড়ক লাগার পর এবার সারাদেশের চাষীদের চরম ক্ষতির মুখে ফেলেছে ভিয়েতনামী কৈ।

চাষীরা বলেন, বিক্রি করার মতো কোনো মাছ নেই। এই শতভাগ খামারি হয়েছেন তারা। অজ্ঞাত মড়কে উজাড় হয়ে যাচ্ছে পুকুরের পর পুকুর।

তারা জানান, তিনটি পুকরে তিন লাখ মাছ ছাড়ার পর কয়েকদিনের মধ্যে মাছ মরতে শুরু করে। লাখ দশেক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেকেই।

কোনো কোনো চাষী এর জন্য দায়ী করেছেন নিম্ন মানের ও এন্টিবায়োটিক মেশানো খাবারকে। তারা বলছেন, খাবার দিলেই মাছের সমস্যা দেখা দেয়। খাবার না দিলে মাছ ভালো থাকে।

তবে এই দায় মানতে নারাজ খাদ্য কোম্পানী। তারা জানিয়েছে, মাছ রোগাক্রান্ত হলে স্বাভাবিক ভাবেই হজমে সমস্যা হবে।

বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের বিজ্ঞানীরাও কৈ মাছের রোগটি নিয়ে এগিয়েছেন বহুদূর।

চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ-এর উদ্যোগে খামারিদের পুকুর পাড়েও নিয়ে যাওয়া হয় গবেষকদলকে। মাছের লিভার পরীক্ষা নিরীক্ষা করে তারা ব্যাকটেরিয়া সনাক্ত করেন। উঠে আসে পুকুরের পানি মাছ চাষের উপযোগিতা হারানোর ভয়াবহ চিত্র।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুম মুনীর জানায়, পানিতে অক্সিজেনের পরিমাণ যতোটুকু থাকার কথা তার থেকে কম রয়েছে, প্রতি লিটারে অ্যামুনিয়া থাকার কথা দশমিক শূন্য দুই ভাগ রয়েছে দুই দশমিক পাঁচ ভাগ।

প্রশ্নটি দায় এড়িয়ে যাওয়া কিংবা কাউকে অভিযুক্ত করার বিষয় নয়। বাংলাদেশে মাছ চাষ সম্প্রসারিত হয়ে এখন পৃথিবীর চতুর্থ স্থান অর্জনকারী একটি দেশ।

সে জায়গায় এ বিপ্লবকে ধরে রাখতে গেলে মাছ চাষের ক্ষেত্রে নিয়ম কানুন মেনে এবং মাছ চাষের পোনা উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত যে সমস্ত নিয়ম ও নীতিগুলো আছে সেগুলো সরকারী পর্যায় থেকে গভীর তদারকির প্রয়োজন রয়েছে বলে অনেকেই মনে করছেন।

বিজ্ঞাপন
মন্তব্য করুন

অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন

Leave a Reply

কৃষি দিবানিশি

নাঈমের খামারের প্রায় ৯৫% মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে

নাঈমের খামারের প্রায় ৯৫% মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

ভুট্টিগরুর অর্গানিক খামার

ভুট্টিগরুর অর্গানিক খামার

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

একদিকে ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী অন্যদিকে গরুর খামারি

একদিকে ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী অন্যদিকে গরুর খামারি

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

মুক্তা চাষে সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মামুন

মুক্তা চাষে সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মামুন

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

ফেনীর সোনাগাজীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বহুমুখি কৃষি উদ্যোগ

ফেনীর সোনাগাজীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বহুমুখি কৃষি উদ্যোগ

সম্পূর্ণ খবরটি পড়ুন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: শাইখ সিরাজ
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। দা এগ্রো নিউজ, ফিশ এক্সপার্ট লিমিটেডের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। ৫১/এ/৩ পশ্চিম রাজাবাজার, পান্থাপথ, ঢাকা -১২০৫
ফোন: ০১৭১২-৭৪২২১৭
ইমেইল: info@agronewstoday.com, theagronewsbd@gmail.com