ভারতে ক্যাস্টরবীজ উৎপাদনের লক্ষ্য নেমেছে ১৯ লাখ টনে
২০২০-২১ মৌসুমে ভারতে ক্যাস্টরবীজ উৎপাদন হতে পারে ১৯ লাখ ২ হাজার টন। গত মৌসুমে উৎপাদন হয়েছে ১৯ লাখ ৫২ হাজার টন। দেশটির কৃষি জরিপ প্রতিষ্ঠান এগ্রিওয়াচ জানায়, চলতি বছর মোট জমির পরিমাণ ১৫ শতাংশ কমলেও তা ১৪ দশমিক ৮ শতাংশ বেশি উৎপাদনের মাধ্যমে গত বছরের কাছাকাছি থাকবে। এগ্রিওয়াচের তথ্যমতে ভারতে এবার আনুমানিক ৮ লাখ ২৬ হাজার ১২০ হেক্টর জমিতে ক্যাস্টরবীজ বপন করা হয়েছে। খবর হিন্দু বিজনেস লাইন। চলতি মৌসুমে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ৫৮৯ কেজি, যা গত বছর ছিল ৫৯৩ কেজি। রাজস্থানে ক্যাস্টর উৎপাদনের জন্য ১৯ শতাংশ জমি কমলেও উৎপাদন লক্ষ্য প্রতি হেক্টরে ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৬ কেজি নির্ধারণ করা হয়েছে। জরিপ অনুসারে রাজস্থানের ক্যাস্টর উৎপাদন ৪ শতাংশ কমে ২ লাখ ৩৫ হাজার ৮০০ টন হবে। গুজরাটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার টন। গকুল অ্যাগ্রো রিসোর্সের কর্মকর্তা দিপক থাক্কার বলেন, রিপোর্ট অনুসারে আমরা বলতে পারি, এ বছর ১৫-১৬ লাখ টন শস্য উৎপাদন হতে পারে। একই ধরনের মতামত দিয়ে থাই ক্যাস্টর অয়েল ইন্ডাস্ট্রি জানায়, গত বছরের চেয়ে এবার ১০ শতাংশ শস্য কম উৎপাদন হবে।ক্যাস্টরবীজভারত
সর্বশেষ মন্তব্য