অস্ট্রেলিয়ায় দুধ উৎপাদন কমেছে সাড়ে ৩ শতাংশ
আর্দ্র আবহাওয়ার কারণে জুলাইয়ে অস্ট্রেলিয়ায় দুধ উৎপাদনের পরিমাণ ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। ডেইরি অস্ট্রেলিয়ার প্রকাশিত এক তথ্যে দেখা যায়, গত বছরের তুলনায় জুলাইয়ে নিউ সাউথ ওয়েলস ব্যতীত দেশটির সব অঞ্চলে দুধ উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে। খবর ফার্ম অনলাইন ন্যাশনাল। সবেচেয়ে বেশি উৎপাদন কমেছে দেশটির তাসমানিয়া ও গিপসল্যান্ড অঞ্চলে। অঞ্চল দুটিতে যথাক্রমে দুধ উৎপাদন হ্রাসের হার ৬ দশমিক ৫ শতাংশ ও ৬ দশমিক ৯ শতাংশ। ডেইরি অস্ট্রেলিয়া ইন্ডাস্ট্রি ইনসাইট অ্যান্ড অ্যানালাইসিসের ব্যবস্থাপক জন ড্রপার্ট জানান, উৎপাদন হ্রাসের এ চিত্র অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে আর্দ্র আবহাওয়ার ফলে খামারগুলোর পশুচারণ এলাকাগুলো যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার চিত্র ফুটিয়ে তোলে। তিনি আরো বলেন, আমরা এখন গরুর সংখ্যা নিয়েও বেশ কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। কারণ বর্তমানে গরুর মাংসের উচ্চমূল্য এ অবস্থা তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।
সর্বশেষ মন্তব্য