২০২১-২২ অর্থবছরে পাকিস্তানের ভোজ্যতেল আমদানি গত বছরের তুলনায় লক্ষণীয় মাত্রায় বাড়তে পারে। দেশটিতে ভোজ্যতেলের ব্যবহার বাড়লেও উৎপাদনে মন্দা ভাব দেখা দিয়েছে। এ কারণে আমদানি বাড়াচ্ছে দক্ষিণ...
মন্দা ভাবের মধ্য দিয়ে বছর শুরু করেছে ভারতের ভোজ্যতেল আমদানি খাত। গত জানুয়ারিতে দেশটিতে ভোজ্যতেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমে ১১ লাখ টনের নিচে নেমে এসেছে। মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সটেক্টরস অ্যাসোসিয়েশনের (এসইএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন। চলতি বছরের জানুয়ারিতে ভারতের বাজারে সব মিলিয়ে ১০ লাখ ৯০ হাজার টন ভোজ্যতেল (গৃহস্থালি ও বাণিজ্যিক ব্যবহারের জন্য) আমদানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এসইএ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কম। ২০২০ সালের প্রথম মাসে ভারতের বাজারে সব মিলিয়ে ১১ লাখ ৯০ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ভারতে ভোজ্যতেল আমদানি কমেছে এক লাখ টন। এসইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত নভেম্বর-জানুয়ারি সময়ে ভারতের বাজারে ভোজ্যতেল আমদানির সম্মিলিত পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ লাখ ৫০ হাজার টনে।
সর্বশেষ মন্তব্য