আর্জেন্টিনা থেকে গম আমদানি বন্ধের হুমকি ব্রাজিলের
ব্রাজিলের অভ্যন্তরীণ ময়দা উৎপাদনকারীরা আর্জেন্টিনা থেকে গম আমদানি না করার হুমকি দিয়েছে। সম্প্রতি আর্জেন্টিনা থেকে বাণিজ্যিকভাবে জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (জিএমও) গম আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে এমন হুমকি দেয় ব্রাজিলিয়ান হুইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (আবিত্রিগো)। খবর রয়টার্স। আবিত্রিগো জানায়, স্থানীয় ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন বেকারি ও বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানও এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। ব্রাজিলের বায়োসিকিউরিটি এজেন্সি সিটিএসবায়ো বর্তমানে দেশটিতে জিএমও গম বিক্রির ব্যাপারটি পর্যালোচনা করছে। আগামী সপ্তাহে পণ্যটির বাণিজ্যিক আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। আবিত্রিগোর তথ্য অনুসারে, দেশটির বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারীরা জিএমও গম আমদানির ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন। তারা ভোক্তার স্বাস্থ্যের কথা চিন্তা করে এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। আবিত্রিগোর প্রধান রুবেনস বারবোসা জানান, পৃথিবীর কোনো দেশই জিএমও গম আমদানির অনুমতি প্রদান করে না। ব্রাজিল এক্ষেত্রে প্রথম দেশ। আমরা গিনিপিগ হতে চাই না। ব্রাজিলে গমের মোট অভ্যন্তরীণ ব্যবহারের ৬০ শতাংশই আমদানিনির্ভর। আর আমদানীকৃত গমের ৮০ শতাংশই আসে আর্জেন্টিনা থেকে। এমন সিদ্ধান্ত নেয়া হলে উরুগুয়ে, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়া থেকে নন-জিএমও গম আমদানি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানায়।
সর্বশেষ মন্তব্য