মালয়েশিয়ায় কমেছে পাম অয়েলের দর
মালয়েশিয়ার পাম অয়েলের দরপতন হয়েছে। বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সয়াবিন তেলের দাম কমায় পাম অয়েলের দরও কিছুটা পড়তে শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে, দ্রুতই এ পরিস্থিতির উত্তরণ ঘটবে। খবর রয়টার্স। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সর্বশেষ ১২০ রিংগিত বা ৩ শতাংশ কমে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৯৪৮ দশমিক ৪৪ ডলারে। দীর্ঘ ১৩ বছর দামের শীর্ষে থাকার পর ২০০২ সালে বাজার হারাতে শুরু করে পাম অয়েল। সাউদার্ন পেনিনসুলা পাম অয়েল মিলার্স অ্যাসোসিয়েশনের পূর্বাভাসে বলা হয়, আগের মাসের চেয়ে মার্চের প্রথম পক্ষে উৎপাদন ৬২ শতাংশ কমবে। একই সময়ে মালয়েশিয়ান পাম অয়েল রফতানি ফেব্রুয়ারি থেকে ১ শতাংশ কমে দাঁড়ায় ৫ লাখ ৪৯ হাজার ২৭৩ টনে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে ইইউর এখন পর্যন্ত ৩৮ দশমিক ৭ লাখ টন তেল রফতানি করেছে তারা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৪০ দশমিক ১ লাখ টন।
সর্বশেষ মন্তব্য