ভূট্টা: দিন বদলের ফসল
দেশের প্রায় সব এলাকাতেই হাইব্রিড ভুট্টার চাষের সম্প্রসারণ ঘটছে। রংপুর, দিনাজপুর, বগুড়া ও কুষ্টিয়া ছাড়াও দেশের অনেক জেলাতে এখন এর আবাদ করা হচ্ছে। রাজশাহী, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলার বোরোর জমিতে এখন ভুট্টার আবাদ শুরু হয়েছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট এর বিস্তীর্ণ চর এলাকার প্রধান ফসল এখন ভূট্টা। ভূট্টার প্রতি কৃষকের বাড়তি আগ্রহের কারণ একাধিক। এ কারণগুলোর মধ্যে রয়েছে : # একই খরচে ভুট্টার ফলন গম ও ধানের চেয়ে অনেক বেশি। # ভুট্টা আবাদ করতে ধানের চেয়ে অনেক কম সেচের প্রয়োজন। # বাজারে ভুট্টার চাহিদা অধিক হওয়ায় ভুট্টা বিক্রি করে কৃষকের হাতে নগদ অর্থ আসে এবং কৃষক সরাসরি ...
সর্বশেষ মন্তব্য