বৃষ্টিতে আইভরি কোস্টের কোকোর মান ভালো হওয়ার প্রত্যাশা
আইভরি কোস্টের কোকো উৎপাদনপ্রধান অঞ্চলে গত সপ্তাহে বৃষ্টি গড়ের চেয়ে বেশি হয়েছে, পাশাপাশি ছিল সূর্যালোকও। এতে কোকোচাষীদের মুখে হাসি ফুটেছে। তাদের আশা, বর্ধিত বৃষ্টিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যবর্তী শস্যের মান বেশ ভালো হবে। খবর রয়টার্স। বিশ্বের সর্ববৃহৎ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে এখন চলছে শুষ্ক মৌসুম। মৌসুমটি মধ্য নভেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত। এ সময় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এ সময় স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেশি হওয়ায় অত্যন্ত খুশি কৃষকরা। তারা বলছেন, অক্টোবর থেকে মার্চের প্রধান শস্য তোলা প্রায় শেষ এবং সাম্প্রতিক ভারি বর্ষণ মে-জুনের মধ্যে রোপণ করা কোকোবীজ থেকে যে ফসল উঠবে তার আকার-মান বেশ ভালো হবে। বৃষ্টি অব্যাহত থাকলে কোকোর মান গত বছরের চেয়ে ভালো হবে বলে মনে করছেন তারা।
সর্বশেষ মন্তব্য