আমাদের সাথে যোগাযোগ করুন

কৃষি দিবানিশি

র‌্যাব সদর দপ্তরের পরিত্যক্ত জমিতে খামার

রাজধানীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) হেডকোয়ার্টারের পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে সমন্বিত খামার। এক সময়ের পরিবেশ দূষণের ক্ষেত্রটি এখন হয়ে উঠেছে পরিবেশসম্মত কৃষি খামারের উদাহরণ।

রাজধানীর হযরত শাহজালাল আর্ন্তজাতিক এয়ারপোর্টের পাশে ১৫ বিঘা জমির উপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। দাপ্তরিক ভবনগুলির বাইরে পুরো জমিই ছিলো পতিত। পরিত্যক্ত নর্দমা আর আর্বজনায় পূর্ণ এলাকাটি ছিলো পরিবেশ দূষণের একটি ক্ষেত্র। এখানেই পরিবেশ সুরক্ষা আর কৃষির স্বপ্ন রচনার উদ্যোগ এক সামরিক কর্মকর্তার।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের প্রশাসনের পরিচালক উইং কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, পরিত্যক্ত জায়গাকে কীভাবে কাজে লাগানো যায়। একদিকে যেমন ফল উৎপন্ন হচ্ছে অন্যদিকে পরিবেশ বাঁচাচ্ছে। উৎপাদিত হচ্ছে বিষক্রিয়া মুক্ত এবং ফরমালিনমুক্ত ফল।

তিন বছর টানা পরিচর্যা আর একের পর এক কৃষি উদ্যোগে এখন এটি এক সমন্বিত খামার। পরিত্যক্ত নর্দমাটি খনন করে গড়ে তোলা হয়েছে লেক। সেখানে চাষ করা হয়েছে নানা রকমের মাছ, পালন করা হচ্ছে হাঁস। লেকের পাড়ে ফলবাগান, কবুতরের খামার এবং সবজির চাষ যোগ হয়েছে পর্যায়ক্রমে। সবকিছুতেই অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব পদ্ধতি।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের প্রশাসনের পরিচালক উইং কমান্ডার মোফাজ্জল হোসেন আরো বলেন, আমি শুধু গোবর আর জৈব সার ব্যবহার করি। এ সার তৈরিতে গাছের পাতা পচানো, মাছের নাড়ি-ভুড়ি, গরুর রক্ত এগুলো দিয়ে আমি সার তৈরি করি। আর এ সারই গাছে ব্যবহার করছি।

খামারকে ঘিরে চারদিকে গড়ে তোলা হয়েছে র‌্যাব সদর দপ্তরের ক্যান্টিনসহ সৌন্দর্যবর্ধনের আরো কিছু স্থাপনা। উদ্দেশ্য এক হাজার চারশত কর্মীর কর্ম পরিবেশকে সুন্দর করে তোলা, সে সঙ্গে বিষমুক্ত সবজি ও ফলের প্রাপ্তি।

খামার সর্ম্পকে একজন র‌্যাব সদস্য বলেন, আমরা নিজেরা নিজেদের উৎপাদিত তাজা ফল খাচ্ছি।

ঢাকার র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, আমরাও বিভিন্ন কাজের মাঝে আসি এবং দেখি।

কোলাহল ও যান্ত্রিকতার শহরে এমন উদ্যোগ অনেকের কাছে অনুসরনীয়।

উইং কমান্ডার মোফাজ্জল হোসেন আরো বলেন, প্রত্যেকের সার্মথ্য অনুযায়ী আমরা যদি গাছ লাগাই জৈব সার দিয়ে গাছ লাগাই এবং ফল উৎপাদন করে নিজেরা খাই এবং অন্যকে খাওয়াই তাহলে দেশ বাঁচবে এবং দেশের মানুষ উপকৃত হবে। আমরা আর নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হবো না।

শুধু উৎপাদনশীল কৃষিই নয়, এ খামারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের তাগিদও আছে বলে জানান ওই কৃষিপ্রেমী র‍্যাব কর্মকর্তা।

বিজ্ঞাপন
মন্তব্য করুন

অনুগ্রহ করে মন্তব্য করতে লগ ইন করুন লগ ইন

Leave a Reply

কৃষি দিবানিশি

নাঈমের খামারের প্রায় ৯৫% মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে

নাঈমের খামারের প্রায় ৯৫% মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

ভুট্টিগরুর অর্গানিক খামার

ভুট্টিগরুর অর্গানিক খামার

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

একদিকে ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী অন্যদিকে গরুর খামারি

একদিকে ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী অন্যদিকে গরুর খামারি

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

মুক্তা চাষে সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মামুন

মুক্তা চাষে সফল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মামুন

সম্পূর্ণ খবরটি পড়ুন

কৃষি দিবানিশি

ফেনীর সোনাগাজীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বহুমুখি কৃষি উদ্যোগ

ফেনীর সোনাগাজীতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বহুমুখি কৃষি উদ্যোগ

সম্পূর্ণ খবরটি পড়ুন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: শাইখ সিরাজ
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। দা এগ্রো নিউজ, ফিশ এক্সপার্ট লিমিটেডের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। ৫১/এ/৩ পশ্চিম রাজাবাজার, পান্থাপথ, ঢাকা -১২০৫
ফোন: ০১৭১২-৭৪২২১৭
ইমেইল: info@agronewstoday.com, theagronewsbd@gmail.com