আমাদের সাথে যোগাযোগ করুন

ছাদকৃষির মাধ্যমে গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণ করছেন রাজধানীর রাজাবাজারের সিদ্দিকা বেগম। পাঁচতলা ভবনের ওপরে দশ বছরের ছাদকৃষিতে তিনি গড়ে তুলেছেন ফল ফসলের দারুণ প্রাচুর্য। শৈশব কেটেছে গ্রামে; তাই সারাটি জীবন কৃষির প্রতি টান অনুভব করেছেন সিদ্দিকা বেগম। জীবনের ইচ্ছেটুকু পরিপূর্ণভাবে কাজে লাগাতে পেরেছেন নিজের বাসভবনের ২ হাজার বর্গফুটের ছাদে। ফল ফসলে পরিপূর্ণ ছাদ এখন পূরণ করছে তার জীবনের অনেক চাহিদাই। সিদ্দিকা বেগমের ছাদে ফল, শাকসবজি সবকিছুই হচ্ছে শতভাগ জৈবিক পদ্ধতিতে। ছাদের একপাশে রয়েছে টারকি, মুরগি ও কবুতর। এই ছাদকৃষি উদ্যোক্তার ছেলে সৌখিনতার বশে পাখ-পাখালি পালন শুরু করলেও এখন পেতে শুরু করেছেন বাণিজ্যিক লাভ।