কৃষি ও কৃষকের সংবাদ
ছাদকৃষির মাধ্যমে গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণ করছেন রাজধানীর রাজাবাজারের সিদ্দিকা বেগম। পাঁচতলা ভবনের ওপরে দশ বছরের ছাদকৃষিতে তিনি গড়ে তুলেছেন ফল ফসলের দারুণ প্রাচুর্য। শৈশব কেটেছে গ্রামে; তাই সারাটি জীবন কৃষির প্রতি টান অনুভব করেছেন সিদ্দিকা বেগম। জীবনের ইচ্ছেটুকু পরিপূর্ণভাবে কাজে লাগাতে পেরেছেন নিজের বাসভবনের ২ হাজার বর্গফুটের ছাদে। ফল ফসলে পরিপূর্ণ ছাদ এখন পূরণ করছে তার জীবনের অনেক চাহিদাই। সিদ্দিকা বেগমের ছাদে ফল, শাকসবজি সবকিছুই হচ্ছে শতভাগ জৈবিক পদ্ধতিতে। ছাদের একপাশে রয়েছে টারকি, মুরগি ও কবুতর। এই ছাদকৃষি উদ্যোক্তার ছেলে সৌখিনতার বশে পাখ-পাখালি পালন শুরু করলেও এখন পেতে শুরু করেছেন বাণিজ্যিক লাভ।